তুমি কি জানো..?
তুমি কি জানো, সূর্য কেন অস্ত যায়?
-কেন
চাঁদের জন্য ৷
তুমি কি জানো, ফুল কেন ফুটে?
-কেন
ভ্রমরার জন্য ৷
তুমি কি জানো, আকাশ কেন কাঁদে?
-কেন
আমার কান্না ঢাকবে বলে৷
তুমি কি জানো, আমি কেন কাঁদি ?
-কেন
তোমাকে হারাবার ভয়ে৷
===*===*===*===
===*===*===*===
0 comments: