যে মেয়েটা সারা বছর পাঠ্য বইটি খুলেও দেখেনি, সেও চায় পরিক্ষায় ভালো রেজাল্ট। এটা তার আশা।
যে ছেলেটা পাঁচ দিনেও পাঁচ ওয়াক্ত নামায পড়েনা সেও বলে "নামায বেহেস্তের চাবি"। এটা তার উপলদ্ধি।
যে মেয়েটা নিজের সতীত্ব বহু আগেই হারিয়েছে, সেও চায় সৎ বর। এটা তার আকাংক্ষা।
যে ছেলেটা নষ্টামির গুরু ছিল, সেও চায় সৎ আদর্শবান রমনী। এটা তার প্রত্যাশা।
জীবনের সংজ্ঞা টা বড়ই অদ্ভুত! অদ্ভুত এই জীবনটা গড়ে উঠে একরাশ আশা, আকাংক্ষা, চাওয়ার-পাওয়ার সমীকরন ঘিরে। সমীকরন মিলে গেলে মানুষ বুঝেনা জীবনের ওপিঠও আছে।
আর না মিললে বুঝে নেয় এটাই বুঝি জীবনের ব্যর্থতা। অথচ জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। যা আছে তা হলো আমাদের চাওয়া আর প্রচেষ্টার পার্থক্য।
ভিডিও টি দেখুনঃ
আরও পড়ুনঃ জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, যা আপনার জানা উচিত
====*====*====*====*=====

Www.Usasmmservice.com
ReplyDeleteBuy your social service