Thursday, April 25, 2019

জীবনের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত | বাস্তব কিছু কথা | Sopnil Chirkut



যে ছেলেটা ধূমপান ছাড়া এক মূহুর্তও চলতে পারে না, সে ছেলেটাও ফেইসবুক এ স্ট্যটাস দেয় "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। সেও চায় অন্যরা ধূমপান না করুক। এটা তার চাওয়া।

যে মেয়েটা সারা বছর পাঠ্য বইটি খুলেও দেখেনি, সেও চায় পরিক্ষায় ভালো রেজাল্ট। এটা তার আশা।

যে ছেলেটা পাঁচ দিনেও পাঁচ ওয়াক্ত নামায পড়েনা সেও বলে "নামায বেহেস্তের চাবি"। এটা তার উপলদ্ধি।

যে মেয়েটা নিজের সতীত্ব বহু আগেই হারিয়েছে, সেও চায় সৎ বর। এটা তার আকাংক্ষা।

যে ছেলেটা নষ্টামির গুরু ছিল, সেও চায় সৎ আদর্শবান রমনী। এটা তার প্রত্যাশা।

জীবনের সংজ্ঞা টা বড়ই অদ্ভুত! অদ্ভুত এই জীবনটা গড়ে উঠে একরাশ আশা, আকাংক্ষা, চাওয়ার-পাওয়ার সমীকরন ঘিরে। সমীকরন মিলে গেলে মানুষ বুঝেনা জীবনের ওপিঠও আছে। 

আর না মিললে বুঝে নেয় এটাই বুঝি জীবনের ব্যর্থতা। অথচ জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। যা আছে তা হলো আমাদের চাওয়া আর প্রচেষ্টার পার্থক্য।

ভিডিও টি দেখুনঃ



আরও পড়ুনঃ জীবনের অপ্রিয় কিছু সত্য কথা, যা আপনার জানা উচিত


====*====*====*====*=====
Previous Post
Next Post

1 comment: